কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ?

UNESCO

UNICEF

UNIFEM

ILO


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ?

ব্যাখ্যা:

২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে UNESCO.

১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।


Related Question

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

কারো পৌষ মাস, কারো সর্বনাশ

চাল না চুলো, ঢেঁকী না কুলো

সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

বোঝার উপর, শাকের আঁটি

শুদ্ধ বাক্য কোনটি?

দুর্বলবশত অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

দুর্বলবশত অনাথা বসে পড়ল

কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

পাকা পাকা আম

ছি ছি কি করছ

নরম নরম হাত

উড়ু উড়ু মন

কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?

যত গর্জে তত বৃষ্টি হয় না

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

নাচতে না জানলে উঠোন ভাঙ্গা

যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়