সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
চীন
কানাডা
যুক্তরাষ্ট্র
রাশিয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
ব্যাখ্যা:
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া।
রাশিয়ার পুরা নাঙহান রাশিয়ান ফেডারেশন । এহান ইউরোপ মহাদেশ বারো মুঙেদের ইউরোপ উপমহাদেশর দেশ আহান। দেশ এহানর রাজধানীগ মস্কো। রাষ্ট্র এহানর মানুরে/নাগরিকরে রাশিয়ান বুলতারা।
পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া।
Related Question
কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
১৯৮৮ সালে
১৯৮৯ সালে
১৯৯০ সালে
১৯৯১ সালে
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে?
১২টি
১৩টি
১৪টি
১৫টি
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে?
১০টি
১৫টি
১২টি
১৬টি
আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
লিওনুদ ব্রেজনেভ
আলেস্কি কোসিগিন
আদ্রেই গ্রোমিকো
নিকলাই পদগর্নি
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়-
১৯৯০ সনে
১৯৯১ সনে
১৯৯৩ সনে
১৯৯৭ সনে
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে?
১০টি
১১টি
১২টি
১৫টি