' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
পদক্রম
বাক্য প্রকরণ
Description (বিবরণ) :
প্রশ্ন: ' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ব্যাখ্যা: ধ্বনিতত্ত্বে আলোচিত হয় - ধ্বনি,সন্ধি, ণত্ব - ষত্ব বিধান; রূপ বা শব্দতত্ত্বে আলোচিত হয় - লিঙ্গ, পুরুষ, সমাস,বচন,কারক ও বিভক্তি; বাক্যতত্ত্বে - পদ বিন্যাস, বাক্য ও বাক্য বিন্যাস।
Related Question
'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ ----
রত্না + কর
রত্ন + কর
রত্না + আকার
রত্ন + আকর
'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ
বি + আর্থ
ব্য + অর্থ
বি + অর্থ
ব্যা + অর্থ
"তাৎক্ষণিক" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
তৎ + ক্ষণিক
তাৎ + ক্ষণিক
ততক্ষণ + ইক
তৎক্ষণ + ইক
দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দুঃ + লোক
দিব্ + লোক
দ্বি + লোক
দ্বিঃ + লোক
'মৃন্ময়' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
মৃন +ময়
মৃং +ময়
মৃৎ +ময়
মৃঃ +ময়
যুগ সন্ধিক্ষণের কবি-
ভারতন্দ্র রায়
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বিহারীলাল চক্রবর্তী
মাইকেল মধুসুধন দত্ত