বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
শব্দ
বর্ণ
ধ্বনি
চিহ্ন
Description (বিবরণ) :
প্রশ্ন: বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
ব্যাখ্যা:
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ? ধ্বনি
বাক্যের ক্ষুদ্রতম একক কী? শব্দ
Related Question
যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' --এই বাক্যের 'কী' --এর অর্থ-------
ভয়
রাগ
বিরক্তি
বিপদ
যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় -----
ক্রিয়াবাচক বিশেষ্য
ক্রিয়াবিশেষণ
ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ক্রিয়াবিভক্তি
বাক্যের তিনটি গুন কি কি ?
অকাঙ্খা, আসত্তি ও বিধেয়
আকঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
'Who gave you this pen?' বাক্যের Passive form হচ্ছে-
By whom were you got this pen?
By whom were you given this pen?
By whom was you given this pen?
By whom have you been given this pen?