বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

শব্দ

বর্ণ

ধ্বনি

চিহ্ন


Description (বিবরণ) :

প্রশ্ন: বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

ব্যাখ্যা:

শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ? ধ্বনি

বাক্যের ক্ষুদ্রতম একক কী? শব্দ


Related Question

যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় -----

ক্রিয়াবাচক বিশেষ্য

ক্রিয়াবিশেষণ

ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ

ক্রিয়াবিভক্তি

বাক্যের তিনটি গুন কি কি ?

অকাঙ্খা, আসত্তি ও বিধেয়

আকঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা

যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়

কোনোটিই নয়

'Who gave you this pen?' বাক্যের Passive form হচ্ছে-

By whom were you got this pen?

By whom were you given this pen?

By whom was you given this pen?

By whom have you been given this pen?