ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের---

ফেব্রুয়ারিতে

মে মাসে

জুলাই মাসে

আগস্টে


Description (বিবরণ) :

প্রশ্ন: ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের---

ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ - ৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে 'বাঙালি জাতির মুক্তির সনদ' নামে খ্যাত ঐতিহাসিক 'ছয় দফা' ঘোষণা করেন। এ দফাকে যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ১৫ জুন ১২১৫ স্বাক্ষরিত ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফার প্রতম দফায় বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রুপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষীবাহিনী গঠন।


Related Question

ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি?

রাষ্ট্রভাষা হিসেবে বাংলা

ধর্ম নিরপেক্ষতা

মুদ্রা

প্রাদেশিক স্বায়ত্তশাসন

ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

১৯৭০ সালে

১৯৬৭ সালে

১৯৬৬ সালে

১৯৬৫ সালে

ঐতিহাসিক ছয় দফা দাবি প্রণয়ন হয়েছিলো -

১৯৬১ সালে

১৯৬৫ সালে

১৯৬৯ সালে

১৯৬৬ সালে

ঐতিহাসিক ছয় -দফা কোথায় ঘোষণা করা হয় ?

ঢাকার পল্টন ময়দান

চট্টগ্রামের লালদীঘি মাঠে

লাহোরে

ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে

কে, কোধায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে

মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,ধানমন্ডি ৩২ নং বাড়ীতে

িঐতিহাসিক ছয় দফা কোথায় উত্থাাাপন করা হয়-

করাচি

লাহোর

ইসলামাবাদ

সোহারাওয়ার্দী