কাজী ইমদাদুল হক-এর ' আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?

চাষী জীবনের করুণ চিত্র

কৃষক সমাজের সংগ্রামশীল জীবন

তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী


Description (বিবরণ) :

প্রশ্ন: কাজী ইমদাদুল হক-এর ' আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?

ব্যাখ্যা:

‘আবদুল্লাহ’ উপন্যাসটি লেখকের জীবদ্দশায় সম্পূর্ণ বা প্রকাশ হয়নি। তিনি এ উপন্যাসটি জীবনের শেষান্তে শুরু করলেও শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে তার খসড়ার ভিত্তিতে উপন্যাসটি সম্পূর্ণ করা হয় এবং তা ১৯৩২ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

১৯৬৮ সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড (আজকের বাংলা একাডেমি) আবদুল কাদিরের সম্পাদনায় প্রকাশ করে 'কাজী ইমদাদুল হকের রচনাবলি'।


Related Question

কাজী ইমদাদুল হক -এর 'আব্দুল্লাহ' উপন্যাসের প্রধান উপজীব্য কি?

চাষী জীবনের করুণ চিত্র

কৃষক সমাজের সংগ্রামসীল জীবন

তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী