বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
বিকন অন্বেষা
ব্র্যাক অন্বেষা
নোয়া ১৮
নোয়া ১৯
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
ব্যাখ্যা: 'ব্র্যাক অন্বেষা' বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বর্তমানে জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে ( কিউটেক) গবেষণারত তিন বাংলাদেশি শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা , আবদুল্লা হিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার তৈরি করেছেন এ কৃত্রিম উপগ্রহ। এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স ফ্যালকন ৯ 'রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) লক্ষ্যে উৎপেক্ষণ করা হয় 'ব্র্যাক অন্বেষা'।
Related Question
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
১৭ এপ্রিল ১৯৯১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭৩
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
চট্টগ্রামে
বগুড়ায়
সোনারগাঁওয়ে
রামপালে
১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
শামীম সিকদার
সৈয়দ আব্দুল্লাহ খালেদ
হামিদুজ্জামান খান
আবদুস সুলতান
বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড
সশ্রম কারাদন্ড
যাবজ্জীবন কারাদণ্ড
জরিমানা
নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল-----
ফিলিপাইন
জাপান
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি রেখা
মকরক্রান্তি রেখা
আন্তর্জাতিক তারিখ রেখা