১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
UNO
NAM
GAT
ASEAN
Description (বিবরণ) :
প্রশ্ন: ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
ব্যাখ্যা: United Nations Organization বা জাতিসংঘ যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫ । সে হিসেবে ১৯৯৫ সালে সংস্থাটি ৫০ বছর পূর্ণ করে বা গোল্ডেন জুবিলি দিবস পালন করে। অন্যদিকে GATT, NAM ও ASEAN যথাক্রমে ১৯৪৮, ১৯৫৫, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
Related Question
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে -----
বৃহস্পতিবার
শুক্রবার
রবিবার
শনিবার
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
বিশ্বর নারীরা এক হও
নারীর অধিকার মানবাধিকার
নারী নির্যাতন বন্ধ কর
১৯৯৫-৯৬ সালে বাংলাদেশে কত কিমি দীর্ঘ রেলপথ ছিল?
২,,৮৫৭ কিমি
২,৭৩৩ কিমি
২,৭০৮ কিমি
২,৫০৬ কিমি
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?
বৃহস্পতিবার
শুক্রবার
বুধবার
শনিবার
একটি দেশে ২০০৫ সালে নারী ও পুরুষের অনুপাত ১০০ : ১১০। ১৯৯৫ সালে এই অনুপাত ছিল ১০০ : ১২০। যদি এই ১০ বছরে ঐ দেশের জনসংখ্যা বৃ্দ্ধির হয়ে থাকে তবে নিচের কোনটি সঠিক?
ঐ দেশের নারীর সংখ্যা ১৯৯৫ সালে যা ছিল, ২০০৫ সালে ততই আছে
এই ১০ বছরে পুরুষ জনসংখ্যা বৃদ্ধি হার নারী জনসংখ্যা বৃদ্ধির হারের চাইতে বেশি
এই ১০ বছরে নারী জনসংখ্যা বৃদ্ধি হার পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হারের চাইতে বেশি
কোনোটিই সঠিক নয়