নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?

প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ

পরিবেশ সংরক্ষণ

মানবাধিকার সংরক্ষণ

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ


Description (বিবরণ) :

প্রশ্ন: নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?

ব্যাখ্যা: ২৮ মে ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন পৃথিবীর দেশে দেশে পরিচালিত রাজনৈতিক নির্যাতন, কারারুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করা এবংএরুপ অপরাধ যথাসম্ভব প্রতিরোধ করাকে মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে আর এর বর্তমান মাহসচিব ভারতীয় নাগরিক সলিল শেঠী।


Related Question

নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?

জার্মানি

কেম্যান আইল্যান্ড

ইন্ডিয়া

ইসরাইল

নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?

ব্যাংক হার বৃদ্ধি

নগদ জমার অনুপাত বৃদ্ধি

খোলাবাজারে ঋণপত্র বিক্রয়

মুদ্রা সরবরাহ বৃদ্ধি

নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়

মাউস

মনিটর

সিপিইউ

পাওয়ার পয়েন্ট