ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
মন্ট্রিল প্রটোকল
ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
IPCC চুক্তি
কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
ব্যাখ্যা: ক্রমহ্রাসমান হারে ওজোনস্তরে ক্ষয়কারী উপাদান বিলীনের জন্য ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ভিয়েনা কনভেনশনের আওতায় মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী মনষ্যসৃষ্ট সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোফ্লুরাে কার্বন, মিথাইল ক্লোরোফর্ম ইত্যাদির উৎপাদন ও ব্যবহার কমানোর জন্য এ প্রটোকল স্বাক্ষরিত হয় । আর জাতিসংঘ ,আন্তঃসরকারি পরিবেশ সহযোগিতার জন্য ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করে Inter - governmental Panel on Climate Change ।
Related Question
একটি যন্ত্রের ক্রয়মূল্য ৩০০,০০০ টাকা । ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১০% বার্ষিক হার অবচয়ে ৩ বছরে পুঞ্জীভূত অবচয় হবে -
৫৭,০০০ টাকা
৬১,৫০০ টাকা
৮১,৩০০ টাকা
৯০,০০০ টাকা