ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
প্লাসটিড
মাইটোকন্ড্রিয়া
নিউক্লিয়াস
ক্রোমাটিন বস্তু
Description (বিবরণ) :
প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
ব্যাখ্যা: ব্যাকটেরিয়া এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। ব্যাকটেরিয়াল কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাষ্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই। এরা আদিকোষ (নিউক্লিয়াস সুগঠিত নয়) বিশিষ্ট এককোষী ,আণুবীক্ষণিক জীব।
Related Question
প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় ----
ইথেন
এমোনিয়া
মিথেন
বিউটেন
ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো-
পিল্লি
ফ্ল্যাজেলা
শীথ
ক্যাপসুলস