বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম কেরন?
আব্দুল মালেক
ব্রজেন দাস
মোশারফ হোসেন
সামেদুল ইসলাম
Description (বিবরণ) :
প্রশ্ন: বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম কেরন?
ব্যাখ্যা:
ব্রজেন দাস (৯ ডিসেম্বর ১৯২৭ - ১ জুন ১৯৯৮) একজন বাঙালি সাঁতারু।
তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
Related Question
বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোরে নাম -
সাঁওতাল বিদ্রোহ
নীল বিদ্রোহ
সিপাহী বিদ্রোহ
ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ