কোনো বস্তুকে পানিতে সম্পুর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা হয় সেখানেই এটা থাকে, কারণ-

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনো বস্তুকে পানিতে সম্পুর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা হয় সেখানেই এটা থাকে, কারণ-

ব্যাখ্যা:

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান ।

তখনই কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে পানিতে ডুবালে যেখানে রাখা হয় সেখানেই থাকে, যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়। কিন্তু ওই বস্তুটির ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি পানিতে ঘনত্ব ভেদে অবস্থান নিয়ে ভেসে থাকবে।


Related Question

কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ -----

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান