Which of the following are you probably using if you are viewing windows and icons ?

Menu-driven Interface

Graphical Interface

Command Driven Interface

Character User Interface

Menu User Interface


Description (বিবরণ) :

প্রশ্ন: Which of the following are you probably using if you are viewing windows and icons ?

ব্যাখ্যা:

একটি গ্রাফিক্যাল ইন্টারফেস বা চিত্রভিত্তিক ব্যবহারকারি ইন্টারফেস বা পদ্ধতি সংক্ষেপে GUI কখনো কখনো উচ্চারণ করা হয় "গুআই" বা "জি - ইউ - আই" হল এমন একধরনের পদ্ধতি যা ব্যবহারকারিকে ইলেক্ট্রনিক যন্ত্রের সাথে পারস্পরিক ক্রিয়া বা মিথস্ক্রিয়া করার সুযোগ দেয় চিত্রের মাধ্যমে চিত্রগুলো আইকন এবং দৃশ্যমান নির্দেশক যেমন গৌণ সংকেত হতে পারে, যা লেখা ভিত্তিক পদ্ধতির ঠিক উল্টো এটির প্রচলন করা হয় কমান্ড লাইন পদ্ধতির বিপুল কমান্ড মুখস্থ রাখার কষ্টের কথা বিবেচনা করে, যেখানে কিবোর্ডের মাধ্যমে নির্দেশগুলো লিখে দিতে হত

Bangladesh Bank Bangladesh Bank - Assistant Director - 2011 তথ্য প্রযুক্তি

Related Question

It`s time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence ?

you realized

that you realize

you would realize

you have realized