'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ----

লো + অন

লব + অন

লোব + অন

লু + বন


Description (বিবরণ) :

প্রশ্ন: 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ----

ব্যাখ্যা:

স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।


Related Question

জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

কৃত্রিম সার প্রয়োগ

পানি সেচ

জমিতে নাইট্রোজেন ধরে রাখা

প্রাকৃতিক সার প্রয়োগ

জমির লবণাক্ততা নিয়িন্ত্রণ করে কোনটি?

কৃত্রিম সার প্রয়োগ

পানি সেচ

মাটিতে নাইট্রোজেন ধরে রাখা

প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

' লবণ' শব্দের বিশেষ্য কোনটি?

নুন

লবণাক্ত

লাবণ্য

ললিত