বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?
সিরাজগঞ্জ
দিনাজপুর
বরিশাল
ফরিদপুর
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?
ব্যাখ্যা:
বাংলাদেশের গো - চারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ অঞ্চলে।
শাহজাদপুরের অনেক ঐতিহ্যের মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো এখানকার অসাধারণ বৈশিষ্ট্য মণ্ডিত বাথান ভূমি - অর্থাৎ বিশাল সুবিস্তৃত গো - চারণ ভূমি। বাংলাদেশে আর কোথাও এতো বড় এতো উর্বর গো - চারণ ভূমি বোধ হয় নেই। এর আয়তন প্রায় ১, ২০০ (বারশো) একর। বাংলাদেশের সর্ববৃহৎ বিল 'চলন বিল' এর দক্ষিণ - পূর্বাংশ এই ঐতিহ্যবাহী বাথান ভূমি। এটি প্রতি বছর আষাঢ়ের শেষ দিকে পনিতে ডুবে যায় এবং আশ্বিন মাসে ধীরে ধীরে জেগে উঠে। প্রায় তিন মাসকাল বন্যার পানির নিচে ডুবে থাকে।
পৌষমাস থেকে এখানে আসে গরুর পাল। নানা রং চেহারার অগুনতি গরু মহানন্দে লেজ নেড়ে নেড়ে কচি কচি মাসকলাইয়ের গাছগুলো দাঁতে কেটে কেটে খেতে থাকে পরম তৃপ্তিতে। বক, শালিক, ফিঙে, দোয়েলসহ নানা জাতের পাখি গরুগুলোর চারপাশে উড়তে থাকে। কখনো বা গরুর পিঠের উপর বসে দোল খায়। গরুর গায়ের আটালি বা অন্য কোনো পোকা ধরে খায়। পাখিগুলো এ অপূর্ব দৃশ্যে সৌর্ন্দযের এক নতুন মাত্রা যোগ করে।
Related Question
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
১৭ এপ্রিল ১৯৯১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭৩
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
চট্টগ্রামে
বগুড়ায়
সোনারগাঁওয়ে
রামপালে
১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
শামীম সিকদার
সৈয়দ আব্দুল্লাহ খালেদ
হামিদুজ্জামান খান
আবদুস সুলতান
বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড
সশ্রম কারাদন্ড
যাবজ্জীবন কারাদণ্ড
জরিমানা
নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল-----
ফিলিপাইন
জাপান
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি রেখা
মকরক্রান্তি রেখা
আন্তর্জাতিক তারিখ রেখা