নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?

বহুব্রীহি

দ্বিগু

কর্মধারয়

অব্যয়ীভাব


Description (বিবরণ) :

প্রশ্ন: নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?

ব্যাখ্যা:

কর্মধারয় সমাস: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন:

নীল যে আকাশ - নীলাকাশ।