বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক ?

একজন কবি ও রাজনীতিবিদ

একজন কবি ও সমাজসেবক

শিশুতোষ গ্রন্থলেখক ও সমাজসেবক

একজন কবি ও গৃহিণী


Description (বিবরণ) :

প্রশ্ন: বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক ?

ব্যাখ্যা:

বেগম সুফিয়া কামাল (১৯১১ - ৯৯) - এর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সাঝের মায়া’, মন ও জীবন’, ‘উদাত্ত পৃথিবী’, ‘অভিযাত্রিক’, ‘মায়া কাজল’ প্রভৃতি। তিনি সমাজসেবা ও নারীকল্যাণমূল্ক নানা কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ ‘জননী সাহসিকা’ অভিধায় অভিষিক্ত করেছে।


Related Question

বেগম সুফিয়া কামালের জন্মস্থান-

কুমিল্লা

বরিশাল

খুলনা

ঢাকা

বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?

মহাকবি

গীতিকবি

পল্লীকবি

ছন্দের কবি

বেগম সুফিয়া কামালের জন্মস্থান -

কুমিল্লা

বরিশাল

খুলনা

ঢাকা

বেগম সুফিয়া কামালের জন্মস্থান -

কুমিল্লা

বরিশাল

খুলনা

ঢাকা