'কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে?

জিয়া হায়দার

সেলিম আল দীন

দীনবন্ধু মিত্র

ইব্রাহিম খলিল


Description (বিবরণ) :

প্রশ্ন: 'কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে?

ব্যাখ্যা:

নাট্যকার সেলিম আল দীনের ব্যতিক্রমী নাটক 'কীত্তনখোলা'। গ্রামীণ মেলা কে কেন্দ্র করে নাটকটি রচিত। মেলার পরিবেশ রঙ্গ রস, আনন্দ - উল্লাস, কোলাহল, চিৎকার, যাত্রা, প্রাকৃতিক ঔষধের ক্যানভাস, ক্রেতা বিক্রেতাদের আচার - আচরণ ইত্যাদি নাটকে রূপায়িত হয়েছে।


Related Question

”কিত্তনখোলা” নাটকটি কার রচনা?

মুনীর চৌধুরী

মমতাজউদ্‌দীন আহমদ

সৈয়দ শামসুল হক

সেলিম আল দীন