যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তত করবে?
১২ শতাংশ
১০ শতাংশ
১৩ শতাংশ
১১ শতাংশ
Description (বিবরণ) :
প্রশ্ন: যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তত করবে?
ব্যাখ্যা:
যুক্তরাষ্ট্র চায় ইসরাইল ১৩ শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তত করবে।
ইসরায়েলি - ফিলিস্তিনি সংঘাত অনেক দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েল এর মধ্যে চলে আসা সংঘাতকে নির্দেশ করে। একে বৃহত্তর অর্থে আরব - ইসরায়েল সংঘাতের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবেও আখ্যায়িত করা যায়। দুইটি আলাদা জাতি করার জন্য অনেক পরিকল্পনাই করা হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ইসরায়েলের পাশে একটি স্বাধীন - সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রও গঠিত হতো। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দুই দেশের অধিকাংশ মানুষই এই সংঘাত নিরসনে অন্য যেকোন পরিকল্পনার তুলনায় দুই - জাতি পরিকল্পনাকে বেশি সমর্থন করে।
এই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা তৈরীতে কেন্দ্রী চরিত্র হিসেবে কাজ করে কোয়ার্টেট অফ দ্য মিড্ল ইস্ট (বা শুধু কোয়ার্টেট) নামে পরিচিত একটি দল। এই দলে কূটনৈতিকভাবে অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। আরব লীগ এই সংঘাতের আরেক নায়ক যারা একটি বিকল্প শান্তি পরিকল্পনা পেশ করেছে। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য মিশর এতে মুখ্য ভূমিকা রাখছে।
Related Question
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে?
জর্জ বুশ
আবরাহাম লিংকন
জর্জ ওয়াশিংটন
থিউডর রুজভেল্ট
নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম----
ইউনিটা
সান্ডিনিস্টা
কন্ট্রা
সোয়াপো
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ায় কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
ফিলিপাইন
জাপান
চীন
ভারত
'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
জেলাখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
আলজিরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
জাপানকে সাহায্য করা
ভিয়েতনামকে দমন করা
'আসিয়ান' জোটকে সমর্থন করা
দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
স্বাধীন বাংলাদেশেকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
৪ ফেব্রুয়ারি ১৯৭২
২৪ জানুয়ারি ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭২
৪ এপ্রিল ১৯৭২