ঠোঁট কাটা বলতে কি বোঝায়?

অহঙ্কারী

স্পষ্ঠভাষী

মিথ্যাবাদী

পক্ষপাতদুষ্ট


Description (বিবরণ) :

প্রশ্ন: ঠোঁট কাটা বলতে কি বোঝায়?

ব্যাখ্যা:

ঠোঁট কাটা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - বেহায়া বা স্পষ্টভাষী। যেমন: তোমার মত ঠোঁট কাটা ছেলে আর দেখিনি, মুখের ওপর এ কথা বল্লে।


Related Question

ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?

অহংকারী

স্পষ্টভাষী

মিথ্যাবাদী

পক্ষপাতদুষ্ট

ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায়-

ভিটামিন সি এর অভাবে

ভিটামিন বি২ এর অভাবে

ভিটামিন বি২-এর অভাবে

ভিটামিন বি১২ এর অভাবে

শীতকালে পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন?

ভেসলিনের অভাবে

বায়ুর আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে

অত্যাধিক ঠান্ডায় কোষ মারা যায় বলে

দিনে গরম ও রাতে ঠান্ডা বলে

'ঠোঁট -কাটা ' বলতে কি বোঝায় ?

অহঙ্কারী

স্পষ্টভাষী

মিথ্যাবাদী

পক্ষপাতদুষ্ট