উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী -
সত্যজিত রায়
সুকুমার রায়
জহির রায়হান
কাজী নজরুল ইসলাস
Description (বিবরণ) :
প্রশ্ন: উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী -
ব্যাখ্যা:
সত্যজিৎ রায় প্রথম অস্কার পুরস্কার লাভ করেন।
সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক।
তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়।
সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে।
তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে।
তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক
Related Question
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ওয়াভেল
উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কথন সংঘটিত হয়?
১৮৫৭
১৭৫৭
১৯৪৭
১৮৪৭
উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?
ডা. জোহরা বেগম কাজী
মনজুলা ময়মুন
ডা. মমতাজ বেগম
ডা. ফিরোজা বেগম
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল---
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ওয়াভেল
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড ওয়াভেল
আমাদের উপমহাদেশের কোন বিজ্ঞানী বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন?
এইচ আর খোরানা
আবদুস সালাম
সি ভি রমন
চন্দ্রশেখর