কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন?

এরিখ কালফেট

গুন্টার গ্রাস

নাগিব মাহফুজ

শ্রেক্সপিয়র


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন?

ব্যাখ্যা:

গুন্টার গ্রাস হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন।

১৬ অক্টোবর ১৯২৭ গুন্টার গ্রাস পোল্যান্ডের বন্দরনগরী ডানজিগে জন্মগ্রহণ করেন। লেখায় হাত দেওয়ার আগে ভাস্কর ছিলেন গ্রাস। ১৯৪৮ সালে ভর্তি হন ডুসেলডর্ফ একাডেমি অফ আর্টে। ১৯৫৩ থেকে ১৯৫৫ পর্যন্ত পশ্চিম বার্লিনে স্টেট অ্যাকাডেমি অফ ফাইন আর্ট - এ পড়াশোনা করেছেন। ডুসেলডর্ফ আর বার্লিন এই দুই শহরে থাকাকালীন লেখা - লেখি বলতে কবিতায় ছিল তার বিচরণভূমি। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি বার্লিনে ভাস্কর হিসেবেই কাজ করেছেন। প্যারিসে থাকাকালীন ১৯৫৬ সালে হাত দেন অমর উপন্যাস 'টিন ড্রাম' লেখায়।


Related Question

কোন সাহিত্যিক ' ব্যাঙাচি' ছদ্মনামে লিখতেন?

বুদ্ধদেব বসু

জীননান্দ দাশ

কাজী নজরুল ইসলাম

অচিন্তকুমার সেনগুপ্ত

নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?

আবুল হাসান

হুমায়ুন কবির

সোমেন চন্দ

কল্যাণ মিত্র

প্রবোধকুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম ?

তারাশঙ্কর বন্দোপাধ্যায়

মানিক বন্দোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

বুদ্ধদেব বসু

কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য 'বীরপ্রতীক' খেতাব লাভ করেন?

আব্দুস সাত্তার

জহির রায়হান

শওকত ওসমান

গাজীউল হক

'সনাতন পাঠক ' কোন সাহিত্যিকের ছদ্মনাম?

সমরেশ বসু

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায়

প্রেমেন্দ্র মিত্র

বাংলাদেশের কোন সাহিত্যিক ২০১৯ সালে 'সার্ক সাহিত্য পুরস্কার' অর্জন করেন?

অধ্যাপক আনিসুজ্জামান

সেলিনা হোসেন

অধ্যাপক হায়াৎ মামুদ

ফকরুল আলম