এক মিটার সমান কত ইঞ্চি?

৩৭.৩৭ ইঞ্চি

৩৮.৩৭ ইঞ্চি

৩৯.৩৭ ইঞ্চি

৪০.৩৭ ইঞ্চি


Description (বিবরণ) :

প্রশ্ন: এক মিটার সমান কত ইঞ্চি?

ব্যাখ্যা:

দৈর্ঘ্য পরিমাপের একক হল মিটার।শূন্য মাধ্যমে এক সেকেন্ডের ২৯৯৭৯২৪৫৮ ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক মিটার।

ইঞ্চি দৈর্ঘ্য বা দূরত্বের একক। এক ইঞ্চি এক ফুটের ১/১২ হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং তাই এক গজের এর ১/৩৬। আধুনিক সংজ্ঞা অনুসারে, এক ইঞ্চি ঠিক ২৫.৪ মিমি এর সমান।

১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।