বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক কোনটি?

ভদ্রার্জুন

কীর্তিবিলাস

শর্মিষ্ঠা

কুলীকুল স্বর্বস্ব


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক কোনটি?

ব্যাখ্যা:

মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক বাংলা নাটক ‌‌শর্মিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে সাধারণ তথ্য:
- - - - - - - - - - -
# এটি রচিত হয় ১৮৫৯ সালে।
# এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
# নাটকটি মহাভারতের কাহিনীকে উপজীব্য করে পাশ্চাত্য রীতিতে রচিত হয়।
# নাটকটির কাহিনী মহাভারতের আদিপর্বে বর্ণিত রাজা যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানির ত্রিকোন প্রেমের কাহিনী কেন্দ্রিক।
# নাটকটি রচনার পর সাফল্যের সাথে পাইকপারা বেলগাছিয়া নাট্যমঞ্চে মঞ্চায়িত হয়।
# মাইকেল মধুসূদন দত্ত তাঁর এই নাটকটি রচনা মহাকবি কালিদাসের প্রতি উৎসর্গ করেন।
# ১৮৫৯ সালে লেখক নিজেই ইংরেজিতে অনুবদি করেন।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----

রবীন্দ্রনাথ ঠাকুর

বিষ্ণু দে

সুধীন্দ্রনাথ দত্ত

বুদ্ধদেব বসু

বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

কেশব চন্দ্র সেন

গিরিশচন্দ্র সেন

মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

মওলানা আকরাম খাঁ

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----

১৭ এপ্রিল ১৯৭১

২৬ মার্চ ১৯৭১

১১ এপ্রিল ১৯৭১

১০ জানুয়ারি ১৯৭২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

১৭ এপ্রিল ১৯৯১

১৬ ডিসেম্বর ১৯৭২

৭ মার্চ ১৯৭১

২৬ মার্চ ১৯৭৩

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে