মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল--
তত্ত্ববোধিনী
শিখা
মোহাম্মদী
সবুজপত্র
Description (বিবরণ) :
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল--
ব্যাখ্যা:
শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি উনিশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত। এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন। এটি বাৎসরিক পত্রিকা ছিল ও ১৯৩১ সালে এর পঞ্চম ও শেষ সংখ্যা প্রকাশিত হয় ।
Related Question
কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
বেগম সুফিয়া কামাল
রোকেয়া সাখাওয়াত হোসেন
সেলিনা হোসেন
শামসুন্নাহার মাহমুদ
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
জগৎ মোহিনী
বসন্ত কুমারী
আয়না
মোহনী প্রেমপাস
'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন----
কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?
নাসির উদ্দিন শাহ
মুর্শিদ কুলি খান
শাহ সুজা
আলাউদ্দিন হুসেন শাহ
জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশ
পাকিস্তান
সৌদি আরব
ইন্দোনেশিয়া
ঢাকার ' মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
১৯২৬
১৯১১
১৮৬৪
১৯০৫