বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?
১৯৪৬ ও ১৯৭৬
১৯৬২ ও ১৯৯০
১৯৬১ ও ১৯৮৯
১৯৭০ ও ১৯৯১
Description (বিবরণ) :
প্রশ্ন: বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?
ব্যাখ্যা:
১৩ আগস্ট ১৯৬১ সাল থেকে শুরু করে ১৯৮৯ সালের নভেম্বরে পূর্ব জার্মান কর্মকর্তাদের নির্দেশে এটি ভেঙে না ফেলা পর্যন্ত, প্রাচীরটি (ভৌগোলিকভাবে) সুদীর্ঘ ২৮ বছর ধরে পার্শ্ববর্তী পূর্ব জার্মানি থেকে পূর্ব বার্লিন সহ, পশ্চিম বার্লিনের মধ্যে সীমানা প্রাচীর হিসেবে অবস্থান করছিল।
Related Question
বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
১৯৪৬ সালে
১৯৪৮ সালে
১৯৬১ সালে
১৯৬২ সালে
”বার্লিনের দেওয়াল” কত সালে নির্মিত হয়েছিল?
১৯৪৬ সালে
১৯৪৮ সালে
১৯৬১ সালে
১৯৬২ সালে
বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল?
১৯৪৯ সালে
১৯৫৫ সালে
১৯৫৭ সালে
১৯৬১ সালে