'তোমাকে অভিবাদন বাংলাদেশ'- কে জানিয়েছেন এই অভিবাদন?
সৈয়দ শামসুল হক
আসাদ চোধুরী
কামাল চৌধুরী
অসীম সাহা
Description (বিবরণ) :
প্রশ্ন: 'তোমাকে অভিবাদন বাংলাদেশ'- কে জানিয়েছেন এই অভিবাদন?
ব্যাখ্যা:
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
Related Question
আমি তোমাকে খাওযাবো।
I shall eat you
I shall feed you
I shall be eating you
I shall give you a party
'তোমাকে দেখে খুবই খুশি হলাম' - এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা ?
সাধু
চলিত
আঞ্চলিক
কথ্য
কোনটিই নয়
What is the appropriate translation of "আমি তোমাকে খাওয়াই”?
I eat you
I have eat you
I feed you
I fed you
What is the translation of' আমি তোমাকে খাওয়াই'?
I eat you.
I have eat you.
I fed you.
I feed you.
নিচের উক্তিটি কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে ? " পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি -প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে , দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে।"
স্বাধীনতা তুমি
গর্জে উঠো স্বধীনতা
তোমাকে পাওয়ার জন্য , হে স্বাধীনতা
গুড মনিং বাংলাদেশ
”আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব” বাক্যটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
নির্দেশাত্মক বাক্য