শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?

ফ্রান্স

ইতালি

স্পেন

গ্রিস


Description (বিবরণ) :

প্রশ্ন: শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?

ব্যাখ্যা:

লিওনার্দ্যে দ্য ভিঞ্চি ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দ্যে দ্য ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দ্যে দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম।


Related Question

অমর কথাশিল্পী নামে পরিচিত-

কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী মোতাহের হোসেন চৌধুরী

শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

বাংলায় ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

এস এম সুলতান

জয়নুল আবেদিন

কামরুল আলম

শফিউল আলম

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

অস্ট্রিয়া

গ্রিস

সুইডেন

ইতালি

' সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?

হামিদুজ্জামান

নিতুন কুণ্ডু

মৃণাল হক

শামিম আতা

বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

শফি উদ্দীন আহমেদ

কামরুল হাসান

এস এম সুলতান

জয়নুল আবেদীন

রাজারবাগ পুলিশ লাইনে ' দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?

হামিদুর রহমান

মৃণাল হক

শামিম শিকদার

নভেরা আহমেদ