The influence of the technological revolution in --- and --- the concentration of wealth and power in the hands of the few should worry us all.

proliferating --- diminishing

undermining --- neutralizing

accelerating --- intersifying

aggravating --- demolishing


Description (বিবরণ) :

প্রশ্ন: The influence of the technological revolution in --- and --- the concentration of wealth and power in the hands of the few should worry us all.

ব্যাখ্যা: double blanks যুক্ত বাক্যে দ্বারা blank দুটি যুক্ত থাকলে blank দুটিতে Synonym বা near - synonym ব্যবহার করতে হয়। choice 'ক' - তে আছে , Proliferating - ক্রমবর্ধমান ,দ্রুত বর্ধমান ,দ্রুত বাড়ছে এমন। Diminishing - ক্রম হ্রাসমান। এরা পরস্পর antonymous ' খ' - তে আছে, Undermining - ক্রমশ দুর্বল হচ্ছে এমন Neutratizing - ক্রমশ দুর্বল হচ্ছে এমন Neutratizing - ক্রম নিষ্ক্রিয়মান। এদের অর্থ প্রায় কাছাকাছি। 'গ' - তে আছে, Accelerating - বৃদ্ধি পাচ্ছে এমন, দ্রুততর হচ্ছে, এমন। intensifying - বৃদ্ধি পাচ্ছে এমন, তীব্রতর হচ্ছে এমন । এরাও Synonymous. 'ঘ' - তে আছে। Aggravating - প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এমন, তীব্রতর হচ্ছে এমন । Demolishing - ধ্বংস হয়ে যাচ্ছে এমন । এরা Synonymous নয়। আবার, বাক্যটির শেষাংশে বলা হয়েছে, ক্ষমতা ও সম্পদ গুটিকতকের হাতে থাকায় বিষয়টিতে সবারই চিন্তিত হওয়া উচিৎ । অপশন 'খ' নিলে অর্থ উল্টে যায় । কারণ ক্ষমতা ও অর্থ যদি ক্রম নিষ্ক্রিয়মান হয় (গুটিকতক লোকের।) তবে দুশ্চিন্তা করার কিছুই নেই। বরং তাদের ক্ষমতা ও অর্থ ক্রমশ বাড়ছে - যা সবার দুশ্চিতার কারণ । সুতরাং সঠিক উত্তর 'গ'।