'তেলও কম ভাজাও মুচমুচে' বাগধারার বিশিষ্ট অর্থ -
অভাবে সান্ত্বনা
অল্প উপকরণে ভালো ব্যবস্থা
অল্পে সন্তুষ্ট
তেলে ভাজা
Description (বিবরণ) :
প্রশ্ন: 'তেলও কম ভাজাও মুচমুচে' বাগধারার বিশিষ্ট অর্থ -
ব্যাখ্যা:
তেলও কম ভাজাও মুচমুচে - একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - অল্প উপকরণে ভালো ব্যবস্থা। অর্থাৎ অল্প সাধ্যে অনেক ভালো কিছু করা। কিভাবে অল্প কিছু দিয়ে অনেক ভালো কিছু করা যায়, তা বুঝাইতে এই বাগধাএয়া ব্যবহার করা হয়।