'মগজ' শব্দের উচ্চারণ-

মগোজ্

মোগজ্

মোগোজ্

মগজ্


Description (বিবরণ) :

প্রশ্ন: 'মগজ' শব্দের উচ্চারণ-

ব্যাখ্যা:

বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো শুনতে একরকম লাগে কিন্তু বানান আলাদা। এগুলো সাধারণত রীতিসিদ্ধ প্রয়োগঘটিত। যেমন: মগজ শব্দের প্রকৃত উচ্চারণ - মগোজ্। মগজ শব্দের অর্থ - বুদ্ধি, মস্তিষ্ক, মাথার ঘিলু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।