যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরুপে-

এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠনে

দুটি সমাপিকার গঠনে

অসমাপিকা এ নঞর্থ ক্রিয়াযোগে

অন্ত্যর্থ ক্রিয়া ও নঞর্থ ক্রিয়াযোগে


Description (বিবরণ) :

প্রশ্ন: যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরুপে-

ব্যাখ্যা:

যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন:

ক.তাগিদ দেয়া অর্থে : ঘটনাটা শুনে রাখো।

খ.নিরন্তরতা অর্থে : তিনি বলতে লাগলেন।


Related Question

কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?

এখন যেতে পারো

শিক্ষার মন সংস্কার হয়ে থাকে

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

এ চক্র তো করতেই হবে

যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো -

ধীরে চলা

হেসে ওঠা

চুপ করা

কথা বলা