'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
কাজী নজরুল ইসলাম
মীর মশাররফ হোসেন
Description (বিবরণ) :
প্রশ্ন: 'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন-
ব্যাখ্যা:
"বসন্তকুমারী " নাটক রচনা করেছেন - মীর মশাররফ হোসেন। মীর মশাররফ ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। বসন্তকুমারী বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন।
Related Question
‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের একটি-
প্রবন্ধ
নাটক
উপন্যাস
প্রহসন
’বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন কে?
মীর মশাররফ হোসেন
মাইকেল মধুসূদন দত্ত
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্তকুমারী নাটক রচনা করেছেন-
মাইকেল মধুসূদন দত্ত
দীনবন্ধু মিত্র
মীর মোশারফ হোসেন
দ্বিজেন্দ্রলাল রায়
'বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন-----।
দীনবন্ধু মিত্র
মাইকেল মধুসূদন দত্ত
উমেশচন্দ্র মিত্র
মীর মশাররফ হোসেন
'বসন্তকুমারী ' নাটকের নাট্যকর হলেন.... ।
দীনবন্ধু মিত্র
মাইকেল মধুদূদন দত্ত
উমেশচন্দ্র মিত্র
মীর মশাররফ হোসেন