কোন বানানটি শুদ্ধ?
শুশ্রুষা
সুশ্রুষা
শুশ্রূষা
সুশ্রুসা
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?
ব্যাখ্যা:
শুশ্রূষা - বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী ( - রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক।
Related Question
কোন বানানটি শুদ্ধ?
পাষাণ
পাষান
পাসান
পাশান
কোন বানানটি শুদ্ধ?
বিভিসীকা
বিভীষিকা
বীভিষিকা
বীভিষীকা
কোন বানানটি শুদ্ধ?
বিভিষিকা
বিভীষিকা
বীভিষিকা
বিভীসিকা
কোন বানানটি শুদ্ধ?
মুহুর্মুহু
মুহূর্মুহু
মূহুর্মুহু
মুহূর্মুহূ
কোন বানানটি শুদ্ধ?
সমীচীন
সমিচীন
সমীচিন
সমিচিন
কোন বানানটি শুদ্ধ?
সূচিষ্মিতা
সূচিস্মিতা
সুচীস্মিতা
শুচিস্মিতা