Anger, even when it is --- has one virtue, it overcomes ----.

sinful --- sloth

inevitable --- desire

unnecessary --- malice

intense --- hate


Description (বিবরণ) :

প্রশ্ন: Anger, even when it is --- has one virtue, it overcomes ----.

ব্যাখ্যা: এ বাক্যে দুটি clause আছে - (১) it is - (2) It overcomes - এরা even when দ্বারা যুক্ত Although / though / even though/even when প্রভৃতি দ্বারা দুটি বিপরীত অর্থবোধক ধারণা যুক্ত হয়। সুতরাং শূন্যস্থান দুটোর একটিতে Negative idea এবং অপরটিতে Positive idea ব্যবহার করতে হবে।এক্ষেত্রে ব্যবহৃত শব্দদুটি হবে অর্থগত দিক দিয়ে বিপরীতধর্মী। Choice, 'ক' তে আছে, Sinful - পাপপূর্ণ। Sloth - আলস্য ,ঢিলেমি। 'খ' - তে আছে, Inevitable - অনিতিক্রম ,অনবিবার্য ,যা বর্জন করা অসম্ভব । Desire - আকাঙক্ষা ,স্বপ্ন, আশা। 'গ' - তে আছে, Unnecessary - অপ্রয়োজনীয় ,অহেতুক, অকারণ । Malice - বিদ্বেষ ,অশুভ কামনা। 'ঘ' - তে আছে, Intense - তীব্র , উদগ্র, প্রবল। Hate - ঘৃণা । রাগ সর্বদাই 'তীব্র' 'ঘ' বা অহেতুক 'গ' নয়। বরং এটি কদাচ পাপপূর্ণ 'ক' এবং অনতিক্রম্য 'খ' কাজেই 'গ' ও 'ঘ' সহজেই বর্জনযোগ্য। আবার, ২য় শূন্যস্থানটির ক্ষেত্রে - Overcome - জয় করা , পরাভূত করা, অর্জন করা। কিন্তু আলস্য ' কে জয় করা যায় না 'ক' বরং আকাঙক্ষাকে জয় /অর্জন করতে হয় 'খ'। সুতরাং সঠিক উত্তর 'খ'।