বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?

৬ষ্ঠ

৭ম

৮ম

৯ম


Description (বিবরণ) :

প্রশ্ন: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?

ব্যাখ্যা:

বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ মতে, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ হলো : ১. চীন, ২. ভারত, ৩. যুক্তরাষ্ট্র, ৪. ইন্দোনেশিয়া, ৫. ব্রাজিল, ৬. পাকিস্তান, ৭. নাইজেরিয়া, ৮. বাংলাদেশ, ৯. রাশিয়া ও ১০. জাপান। উল্লেখ্য, জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।


Related Question

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---

১৮৯৭ সালে

১৯০২ সালে

১৯২১ সালে

১৯০৫ সালে

উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------

ড. রমেশচন্দ্র মজুমদার

ড. মাহমুদ হাসান

ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন

স্যার এ. এফ. রহমান

খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ

কোর্ট অব ডিসিপ্লিন

কোর্ট অব প্লে

কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স

কোর্ট অব আরবিট্রেশন

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?

নিউইয়র্ক

মুম্বাই

সাংহাই

ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি?

খুদা কমিশন

নাথান কমিশন

ম্যাকলি কমিশন

মেটকাফ কমিশন