মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

৭ দিন

৩০ দিন

১২০ দিন

১৮০ দিন


Description (বিবরণ) :

প্রশ্ন: মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

ব্যাখ্যা:

মানবদেহের পরিণত লোহিত রক্ত কণিকা ক্ষুদ্র দ্বিঅবতল ও নিউক্লিয়াস বিহীন চাকতির মতো লাল রঙের কোষ। এর গড় আয়ুষ্কাল ১২০ দিন (অর্থাৎ ৪ মাস)।


Related Question

মানবদেহে কতটি হাড় আছে?

২০০

২০৮

২০৬

৩০৬

দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

কার্বন ডাইঅক্সাইড

কার্বন মনোক্সাইড

নাইট্রিক অক্সাইড

সালফার ডাইঅক্সাইড

মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -----

স্ফিগমোম্যানোমিটার

স্টেথস্কোপ

কার্ডিওগ্রাফ

ইকোকার্ডিওগ্রাফ

মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

৯৮.৪ ডিগ্রি

৯৮.৬ ডিগ্রি

৮৯.৬ ডিগ্রি

৯৮.০০ ডিগ্রি

মানবদেহে সবচেয়ে কঠিন অংশ কোনটি?

সিমেন্টাম

এনামেল

ডেন্টিন

সবগুলোই