বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?

ভারতচন্দ্র রায়

বিজয় গুপ্ত

মুকুন্দরাম চক্রবর্তী

কানা হরিদত্ত


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?

ব্যাখ্যা:

বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় ।

রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পেড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তার শ্রেষ্ঠ কীর্তি। সংস্কৃত, আরবি, ফারসি ও হিন্দুস্তানি ভাষার মিশ্রণে আশ্চর্য নতুন এক বাগভঙ্গি ও প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে বাংলা কবিতায় নিপুণ ছন্দপ্রয়োগ ছিল তার কাব্যের বৈশিষ্ট্য। তার কাব্যের অনেক পঙ্‌ক্তি আজও বাংলা ভাষায় প্রবচনতুল্য। যথাযথভাবেই রবীন্দ্রনাথ তার কাব্যকে তুলনা করেন “রাজকণ্ঠের মণিমালা” - র সঙ্গে। তার আর একটি বিখ্যাত কাব্য সত্যপীরের পাঁচালী। ভারতচন্দ্র ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----

রবীন্দ্রনাথ ঠাকুর

বিষ্ণু দে

সুধীন্দ্রনাথ দত্ত

বুদ্ধদেব বসু

বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

কেশব চন্দ্র সেন

গিরিশচন্দ্র সেন

মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

মওলানা আকরাম খাঁ

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----

১৭ এপ্রিল ১৯৭১

২৬ মার্চ ১৯৭১

১১ এপ্রিল ১৯৭১

১০ জানুয়ারি ১৯৭২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

১৭ এপ্রিল ১৯৯১

১৬ ডিসেম্বর ১৯৭২

৭ মার্চ ১৯৭১

২৬ মার্চ ১৯৭৩

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে