'সংশপ্তক' কার রচনা?

মুনীর চৌধুরী

শহীদুল্লাহ কায়সার

জহির রায়হান

শওকত ওসমান


Description (বিবরণ) :

প্রশ্ন: 'সংশপ্তক' কার রচনা?

ব্যাখ্যা: 'সংশপ্তক' (১৯৬৫) শহীদুল্লাহ কায়সার রচিত একটি উপন্যাস। তার অন্য একটি বিখ্যাত উপন্যাস 'সারেং বৌ' । শহীদুল্লাহ কায়সার ছিলেন শহীদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বের তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। জহির হয় । এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। জহির রায়হান তার সহোদর। নাট্যকার গল্প লেখক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক 'কবর' (১৯৬৬), 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২) , 'মুখরা রমণী বশীকরণ' (১৯৭০) । তিনি কোনো উপন্যাস রচনা করেননি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস 'আরেক ফাল্গুন' 'হাজার বছর ধরে', 'বরফ গলা নদী' । শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) 'জননী' (১৯৬১) ,'জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) , 'দুই সৈনকি' (১৯৭৩) প্রভৃতি।


Related Question

সংশপ্তক কার রচনা?

মুনীর চৌধুরী

শহীদুল্লা কায়সার

জহির রায়হান

শওকত ওসমান