বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
৪.৫ কিমি
৪.৮ কিমি
৫.২ কিমি
৬.২ কিমি
Description (বিবরণ) :
প্রশ্ন: বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
ব্যাখ্যা: যমুনা নদীর ওপর নির্মিত সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি ও প্রস্থ ১৮.৫ মি.। এ সেতুর স্প্যানের সংখ্যা ৪৯ টি এবং পিলার ৫০ টি। বিশ্বব্যাংক ,এডিবি, জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় তৈরি এ সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালের ১৬ অক্টোবর এবং উদ্ধোধন করা হয় ১৯৯৮ সালের ২৩ জুন।
Related Question
২০১৬ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালন করা হলো?
৯৭ তম
৯৬ তম
৯৫ তম
৯৪ তম
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য -----
৪.৮ কিমি
৭.২ কিমি
৬ কিমি
৬.২ কিমি
বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিলেন ?
১৯ জন
৩৫ জন
৩৯ জন
৫১ জন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল নিম্নরূপঃ ' লোকটি এবং তার দল পাকিস্তানের শক্র, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।' এ দম্ভোক্তিকারী ব্যাক্তি কে ছিল?
জেনারেল নিয়াজী
জেনারেল টিক্কা খান
জেনারেল ইয়াহিয়া খান
জেনারেল হামিদ খান
যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
৭৫ টি
৫৯ টি
৫০ টি
৪৫ টি