‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
নবীনচন্দ্র সেন
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মনমোহন বসু
সৈয়দ শাসমুল হক
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
ব্যাখ্যা:
সৈয়দ হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুলদীনের সারাজীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ - অনুভূতি ও ভালো - মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন - এ সমকালীন বাস্তবতা ফুটে ওঠেছে।
Related Question
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থটির লেখক কে?
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আজাদ
সৈয়দ সামসুল হক
শওকত ওসমান
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের লেখক কে?
সেলিম আল দীন
মমতাজউদ্দিন আহমসদ
সৈয়দ শামসুল হক
মামুনর রশীদ
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকটির রচয়িতা কে?
মামুনুর রশীদ
সৈয়দ শামসুল হক
মমতাজউদ্দিন আহমদ
আব্দুল্লাহ আল মামুন