'আমার বই পড়া হয়েছে' -বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে -

আমি বই পড়িছি

আমার বই পরা হবে

আমি বই পড়তে যাচ্ছি

আমি বই পড়েছি


Description (বিবরণ) :

প্রশ্ন: 'আমার বই পড়া হয়েছে' -বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে -

ব্যাখ্যা:

বাক্যটির কর্তৃবাচ্য হচ্ছে - আমি বই পড়েছি।

কর্তৃবাচ্য হল যে বাচ্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়। যেমন ; ছাত্ররা অঙ্ক করছে ।