সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন?
১০১৫ জন
১০৩৪ জন
৯৩৪ জন
৮৩৪ জন
Description (বিবরণ) :
প্রশ্ন: সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন?
ব্যাখ্যা:
বাংলাদেশের সর্বশেষ পঞ্চম আদমশুমারী অনুষ্ঠিত হয় ২০১১ সালে।
এ আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে লোকসংখ্যা ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন।
২০১৫ এর সাধারণ জনমিতিক পরিসংখ্যানের তথ্য মতে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ১০৩৫ জন।
Related Question
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ওয়াভেল
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
ধীরেন্দ্র
জ্ঞানেন্দ্র
বীরেন্দ্র
মহেন্দ্র
শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
রোম
সিডনি
মস্কো
টরেন্টো
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়?
হাওয়াই
অ্যারিজোনা
টেক্সাস
ফ্লোরিডা
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
বিজয়গুপ্ত
ভারতচন্দ্র রায়গুণাকর
মুকুন্দরাম চক্রবর্তী
কানাহরি দত্ত
কোনটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল?
জাবেদা
খতিয়ান
রেওয়ামিল
চুড়ান্ত হিসাব