বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?

১৯৭২ সালে

১৯৭৩ সালে

১৯৭৪ সালে

১৯৭৫ সালে


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?

ব্যাখ্যা: বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের ৩২তম সদস্য। উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশ আরো যেসব সংস্থার সদস্য পদ লাভ করে সেগুলো হলো ILO, IMF, FAO, UNCTAD, WHO, UNESCO, IDA, IBRD ইত্যাদি। ১৯৭৩ সালে বাংলাদেশ সদস্য হয় UPU, ITU, WMO, IUTO ইত্যাদি সংস্থার এবং ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য হয় জাতিসংঘের।


Related Question

বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?

লসএঞ্জেলস

আটলান্টা

মস্কো

মেক্সিকো সিটি