মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?
৪১ জন
৫৮ জন
৬৮ জন
৬২ জন
Description (বিবরণ) :
প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন , বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।
Related Question
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
কুষ্টিয়া
যশোর ও সিলেট
রংপুর ও দিনাজপুর
ময়মনসিংহ
মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?
নীলিমা ইব্রাহীম
জহির রায়হান
শেখ মুজিবুর রহমান
আব্দুল গাফফার চৌধুরী
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?
বরিশাল
সিলেট
চট্টগ্রাম
দিনাজপুর
কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ?
জ্যা পল সাত্রে
ক্লডে সিমোন
ডব্লিউ এ এস ওডারল্যান্ড
কেউ নয়
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
তিন নম্বর সেক্টর
দুই নম্বর সেক্টর
চার নম্বর সেক্টর
এক নম্বর সেক্টর
মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ' বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?
৯ জন
৭ জন
৮ জন
১০ জন