মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?

৪১ জন

৫৮ জন

৬৮ জন

৬২ জন


Description (বিবরণ) :

প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?

ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন , বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।


Related Question

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?

কুষ্টিয়া

যশোর ও সিলেট

রংপুর ও দিনাজপুর

ময়মনসিংহ

মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?

নীলিমা ইব্রাহীম

জহির রায়হান

শেখ মুজিবুর রহমান

আব্দুল গাফফার চৌধুরী

কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ?

জ্যা পল সাত্রে

ক্লডে সিমোন

ডব্লিউ এ এস ওডারল্যান্ড

কেউ নয়

মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

তিন নম্বর সেক্টর

দুই নম্বর সেক্টর

চার নম্বর সেক্টর

এক নম্বর সেক্টর