”চিলেকোঠার সেপাই” উপন্যাসটির রচয়িতা কে?

আখতারুজ্জামান ইলিয়াস

হাসান আজিজুল হক

সৈয়দ শামসুল হক

সৈয়দ ওয়ালী উল্লাহ


Description (বিবরণ) :

প্রশ্ন: ”চিলেকোঠার সেপাই” উপন্যাসটির রচয়িতা কে?

ব্যাখ্যা:

আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক রচিত প্রথম উপর "চিলেকোঠার সেপাই" ১৯৮৬।

এ উপন্যাসের মূল উপজীব্য ১৯৬৯ - এর গণঅভ্যুত্থান।

তার রচিত অপর একটি উপন্যাস হলো - খোয়াবনামা।


Related Question

”চিলেকোঠার সেপাই” এর রচয়িতা কে?

আখতারুজ্জামান ইলিয়াস

সৈয়দ ওয়ালীউল্লাহ

জহির রায়হান

মানিক বন্দোপাধ্যায়