রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
সাইবেরিয়া
ভ্লাদিভস্টক
খায়বারভস্ক
বোখারা
Description (বিবরণ) :
প্রশ্ন: রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ব্যাখ্যা: রাশিয়ার পূর্বাঞ্চলীয় সর্ববৃহৎ শহর ভ্লাদিভস্টকে রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। এজন্য নিরাপত্তার কারণে শহরটিকে গোপনীয় শহর হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, শহরটি হতে পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্সসাইবেরিয়ান রেলপথ শুরু হয়ে লেনিনগ্রাড পর্যন্ত বিস্তৃত।
Related Question
১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে?
রাশিয়া'স চয়েস
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
স্যোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
দ্য কমিউনিস্ট পার্টি
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-----
Budennovsk
Keldavisk
Dasanova
Gariev
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
১২,৮০০ টন
১৩,৯০০ টন
২৪,০০০ টন
১৫,০০০ টন
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
কুডিল দ্বীপপুঞ্জ
মার্শাল দ্বীপপুঞ্জ
দিয়াগো গার্সিয়া
গ্রেট বেবিয়ার রিফ
রাশিয়ার মুদ্রার নাম-
ইউরো
ডলার
রুবল
লিরা
রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে?
১৯১৭ সালে
১৯১৮ সালে
১৮১৭ সালে
১৯২০ সালে