কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?

এর রণকৌশলগতা গুরুত্ব

এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি

মুসলিম বিদ্বেষের প্রবণতা

আলেবেনীয়দের ঔদ্ধত্য


Description (বিবরণ) :

প্রশ্ন: কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?

ব্যাখ্যা: কট্ররপন্থী সার্বগণ কসোভোতে মুসলিম নিধন করে নগরীটিতে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অন্যদিকে মুসলমানরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি রক্ষায় সদা সচেষ্ট। ফলে ইউরোপের অন্যতম মুসলিম প্রধান এ নগরীটির সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের সৃষ্টি হয়। অবশেষে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো বিশ্বের বেশ কয়েকটি দেশের সমর্থনে সার্বিয়া থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে।


Related Question

কসোভো নগরীর সাথে সার্বিয়াদের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?

ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি

বর্ণ কৌশলগত কারণ

মুসলমান বিদ্বেষের প্রবণতা

আলবেনীয়দের ঔদ্ধত্য