উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?

জ্যামিতিক সীমারেখা

ঔপনিবেশিক সীমারেখা

উপজাতিভিত্তিক সীমারেখা

অচিহ্নিত সীমারেখা


Description (বিবরণ) :

প্রশ্ন: উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?

ব্যাখ্যা: আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সুদান, লিবিয়া ইত্যাদি দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলে অবস্থিত।বিস্তীর্ণ এ অঞ্চলে বৈশিষ্ট্যমণ্ডিত পর্বত বা নদী না থাকায় মরুভূমির ওপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নিধারণ করা হয়। এটাই এ অঞ্চলের ভৌগোলিক সীমারেখার প্রধান বৈশিষ্ট্য।


Related Question

কোন উত্তরটি সঠিক নয়?

কুষ্ঠরোগ সংক্রামক নয়

এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়

নিউমোনিয়া ফুসফুসকে আক্রান্ত করে

চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয়

বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

পঞ্চগড়

ঠাকুরগাঁও

দিনাজপুর

লালমনিরহাট

উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়

ঠাকুরগাঁয়ে

সৈয়দপুরে

রাজশাহীতে

নাটোরে

বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-----।

নেপাল ও ভুটান

পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম

পশ্চিমবঙ্গ ও কুচবিহার

পশ্চিমবঙ্গ ও আসাম

বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম ------

তেঁতুলিয়া

পঞ্চগড়

বাংলাবান্ধা

নকশালবাড়ি

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -----

৪ এপ্রিল, ১৯৪৯

৩ জানুয়ারি, ১৯৫৪

২৬ মে ১৯৫৫

১ ফেব্রুয়ারি, ১৯৫৬